ময়মনসিংহ বিভাগ

ভালুকায় হেফাজতের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: গত (২৬ অক্টোবর) শনিবার, বা’দ মাগরিব, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত আল আযহার ইনস্টিটিউট মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এবং কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।

আলোচনা সভায় উপস্থিত স্থানীয় হেফাজতের সকল নেতৃবৃন্দের পরামর্শক্রমে হাফেজ মাওলানা আবু রাহাত কামালকে আহ্বায়ক, মাওলানা আবু রাইহান উবাইদী, মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরী, মাওলানা মুহিউদ্দিন সন্দীপী, মাওলানা মামুনুর রশীদকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আফজাল হুসাইন সরকারকে সদস্য সচিব, মাওলানা শরিফুল ইসলাম আকন্দকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় হাফেজ মাওলানা এহসানুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ভালুকা সদর বড় মসজিদের খতীব মাওলানা জালালুদ্দিন, সাইফুরস্ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান স্যার, হাফেজ মাওলানা মুহাম্মদ আবু রাহাত কামাল, মাওলানা আবু রাইহান উবাইদী, মাওলানা আফজাল হুসাইন সরকার, মাওলানা শরিফুল ইসলাম আকন্দ, মুফতী আবু বকর সিদ্দিক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা শহিদুল ইসলামসহ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button